প্রতিষ্ঠার ইতিহাস

--------------

School Establishment History

প্রতিষ্ঠান প্রধানের বার্তা - (প্রফেসর ড. মোঃ মতিউর রহমান (ভারপ্রাপ্ত))

Head Teacher প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল করার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাদি সম্পাদনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা অত্যন্ত জরুরী। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করে যে কোন সেবা গ্রহীতা বিশ্বের যে কোন প্রান্ত থেকে যেমন প্রয়োজনীয় তথ্যাদি পাবেন, তেমনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অন-লাইনে তাদের যাবতীয় কার্যাদি সম্পাদন করতে পারবেন। এ ছাড়া যেকোন ফরম ডাউনলোড/ অন-লাইন ফরম পূরন করে আবেদন পত্র জমাদান, শিক্ষার্থী উপস্থিতি, অনুপস্থিতিসহ বিদ্যালয়ের সকল কাজের ধরন ও পরীধি, প্রয়োজনীয় আদেশ নির্দেশ, বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল অন-লাইনে পাওয়া যাবে। এর ফলে একদিকে যেমন শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ের কাজে সময় সাশ্রয় হবে তেমনি উন্নত হবে শিক্ষা প্রতিষ্ঠানের সকল সেবার মান। কাজের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন লাইন কার্যক্রমের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, অন-লাইনে প্রাপ্ত যাবতীয় তথ্য ওয়েব সার্ভারে সংরক্ষিত হবে, প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী তাদের যাবতীয় তথ্যাদি (শিক্ষক, শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, ক্লাস রুটিন বিজ্ঞপ্তি, ডিজিটাল কনটেন্ট সহ পাঠ পরিকল্পনা, পাঠ উপকরন ইত্যাদি) ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবে, এর ফলে শিক্ষক শিক্ষার্থীর অন্ত: যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারিত হবে যা একটি বিজ্ঞান মনস্ক, বৈশ্বিক জ্ঞান নির্ভর দক্ষ জনসম্পদ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

অত্র প্রতিষ্ঠানের ওয়েব সাইট খোলার ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক বৃন্দ আমাকে সর্ব প্রকার পরামর্শ ও সহায়তা প্রদান করেছেন এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নোটিশ বোর্ড